মানুষের জীবনে কিছু ঘটনা মৃত্যু পর্যন্ত বয়ে বেড়াতে হয় !

  • বিশেষ প্রতিবেদক..

  • মানুষের জীবনে কিছু ঘটনা মৃত্যু পর্যন্ত বেড়াতে হয়, দূর্বিষহ হয়ে উঠে। হ্যাঁ, একজন সফল মানুষের কথা আজ বলছি। নাম তার আবু জাকের এম ডি জুয়েল। একজন ভালো, কর্মঠ, সাহসী ব্যাংকার এবং সফল ব্যবসায়ী। কর্ম জীবনে যেমন তার সুনাম ছিলো তেমনি সুনামের আড়ালে শত্রু ও তৈরি হয়েছিলো।

    ২০১৫ সালে ব্লগার অভিজিৎ রায়ের হত্যার পর এই মানুষ টার জীবনে নেমে আসে এক অন্ধকার। যার কারনে ২০২৪ সালে এসেও সে এবং তার পরিবার এক নিরাপত্তা হীনতার মাঝে দিন কাটাচ্ছে। মৌলবাদী গোষ্ঠী এবং গোপন শত্রুর রোষানল থেকে বাঁচার জন্য গোপনে দেশ ছাড়ার পরও এক দূর্বিষহ জীবন নিয়ে দিন রাত পার করছে। ক্ষমতার পালাবদলের ঐতিহাসিক ৫ই আগস্ট ২০২৪ এর পর এই মানুষ টাকে না পেয়ে মৌলবাদী গোষ্ঠীর লোকজন অনবরত তার পরিবারের উপর চাপ দিতে থাকে। গত কয়েকদিন আগে আবু জাকের এম ডি জুয়েল এর অসুস্থ স্ত্রীর সাথে কথা বলে মর্মস্পর্শী করুন ঘটনা শুনে খুবই খারাপ লাগলো। এতো সুন্দর একটা পরিবার কি নিদারুণ কষ্ট নিয়ে চলছে। আবু জাকেরের দুই মেয়ে আর স্ত্রীর পাশে দাঁড়ানোর মতো কোনো মানুষ নেই। মৌলবাদীরা এতটাই সংগঠিত যে, একের পর এক হুমকি দেয়ার পরও আইনের আশ্রয় নিতে পারছে না সমূহ বিপদের আশংকায়। তার স্ত্রী দুই কন্যা সন্তান নিয়ে আজ দিশেহারা। একদিকে মেয়েদের লেখাপড়া, অন্য দিকে তার চিকিৎসা ব্যায় মেটাতে মানুষের কাছে সাহায্য চাইতে হয়। আবু জাকের এর ক্যানসারে আক্রান্ত স্ত্রীর সাথে কথা বলে জানতে পারলাম, তার স্বামী সংসার চালানোর মতো অর্থ দেয়া তো দুরের কথা, পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ ই করতে পারেনা হুমকি দাতাদের জন্য। ইদানীং তারা নিয়মিত আবু জাকেরের বাসায় খোঁজ খবর রাখে এবং অনেক বড় একটা মানষিক চাপের মধ্যে তাদেরকে রেখেছে।

    জানি না সামনের দিনগুলোতে কি হতে যাচ্ছে। আমি চেষ্টা করছি ফ্রান্সে অবস্থিত আবু জাকের এম ডি জুয়েল এর সাথে যোগাযোগ করতে। তার পরিস্থিতি নিয়ে আরেকদিন লিখবো।

শেয়ার করুন