মৌলভীবাজার প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার বিজয় নস্যাৎ এর চেষ্টা ও অপশক্তির দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০২ নভেম্বর) আয়োজিত এ সমাবেশে নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের জনসাধারণ অংশগ্রহণ করেন। সমাবেশে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ রাজনৈতিক পরিস্থিতি, জনগণের অধিকার নিয়ে আলোচনা করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য মো: দুরুদ আহমেদের সভাপতিত্বে ও মো: আবুল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য, আবু ইব্রাহিম জমসেদ, অলি আহমদ খান, অধ্যক্ষ ফজলুর রহমান জুয়েল, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মো: তাজ উদ্দিন তাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বিগত আওয়ামীলীগ সরকারের অনিয়ম, দুর্নীতি, ও জনগণের অধিকার হরণের বিষয়গুলো নিয়ে কড়া সমালোচনা করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, “দেশের স্বার্থে, জনগণের স্বার্থে বিএনপি বরাবরই সংগ্রাম করে আসছে এবং করবে।” তারা আরও বলেন, জনগণের সমর্থন পেলে আগামী নির্বাচনে বিএনপি জনগণের অধিকার আদায় ও সুশাসন প্রতিষ্ঠার জন্য দৃঢ়ভাবে কাজ করবে। গণসমাবেশে কমলগঞ্জ উপজেলার বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
কমলগঞ্জে বিএনপির বিশাল গণ সমাবেশ
শেয়ার করুন