যশোরে বার্মিজ চাকু ও মোটরসাইকেলসহ কিশোর গ্যাং-এর ৩ সদস্য আটক

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোর জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ২টি বার্মিজ চাকু ও একটি মোটরসাইকেলসহ কিশোর গ্যাং এর ৩ সদস্যকে আটক করেছে।

গতকাল শুক্রবার রাতে শহরের রেলগেট তেঁতুল তলায় অভিযান পরিচালনা করে এসআই মোঃ আরিফুল ইসলাম ও এসআই রাজেশ কুমার দাশের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি চৌকস টীম কিশোর গ্যাং-এর সদস্যদের ২টি বার্মিজ চাকু ও একটি মোটরসাইকেলসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা যশোর কোতোয়ালি থানাধীন ঘোষপাড়া ৪নং ওয়ার্ডের -মোঃ তরিকুল ইসলামের ছেলে মোঃ নাবিল(২০), মোঃ আহাদ আলী ওরফে দুলু সরকারের ছেলে মোঃ দিনার সরকার(২০) ও মইন শেখের ছেলে মোঃ আলামিন শেখ(২০)।

এ সংক্রান্তে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন