তারা সুনামগঞ্জ জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর ও সহকারি পাবলিক প্রসিকিউটরসহ (এপিপি) হিসেবে নিয়োগপ্রাপ্ত সরকারি কৌসুলি নিবাচিত হয়েছেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে সুনামগঞ্জ জেলার বিভিন্ন আদালতে ৬৩ জন আইনজীবি সরকারি আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন। জেলা ও দায়রা জজ আদালত ও এর অধীন আদালত, শিশু আদালত এবং বিভিন্ন পর্যায়ের ট্রাইব্যুনালে আইন কর্মকর্তা হিসেবে তাদের নিয়োগ করা হয়।
২৭ অক্টোবর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং থেকে উপ-সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এ সম্পর্কিত নিয়োগ আদেশ জারি করা হয়।