মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেপ্তার হয়েছে।
রোববার (৩ অক্টোবর) শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে ও এসআই সুব্রত চন্দ্র দাসসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে সিআর ২৭৮/২৩ (রৌমারী) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আল আমিন (২৫) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আল আমিন শহরতলীর রামনগর গ্রামের মঈন উদ্দিন এর ছেলে। এছাড়াও ওয়ারেন্ট এর আসামি মঈন উদ্দিন (৬০) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত মঈন উদ্দিন আমুর আলীর ছেলে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত দুই আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেপ্তার
শেয়ার করুন