চরফ্যাসনে পানিতে ডুবে ১ বৃদ্ধসহ ২ শিশুর মৃত্যু

মোঃ ফাহিম, চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি:

ভোলায় তাসফিয়া (২), আবু বক্কর ছিদ্দিক (৩) এবং ষাটোর্ধ সিদ্দিক নামের এক বৃদ্ধসহ ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ভোলা জেলার সর্বদক্ষিণের জনপদ চরফ্যাসনের ওসমানগঞ্জ, আমিনাবাদ এবং শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে তাদের বাড়ী বলে শশীভূষণ এবং চরফ্যাসন থানার ওসিদ্বয় নিশ্চিত করেছেন। ৫ নভেম্বর (মঙ্গলবার) বিকেলে ও সকালে পৃথক পৃথক স্থানে এই মর্মান্তিক দৃর্ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্বজনরা জানায়, শিশু তাসফিয়ার মা- বাবা দু’ জনই ঢাকায় অবস্থান করে গার্মেন্টসের কাজে আছেন। নানা বাড়ীতে শিশু তাসফিয়াকে নানু খাদিজার তত্বাবধানে রাখা হয়। ঘটনার দিন বিকেলে শিশুর নানু রান্নার কাজে ব্যস্ত থাকায় উঠোনে খেলা করছিলো শিশু তাসফিয়া। খেলার ছলে বসত ঘরের পাশে পুকুরে পড়ে শিশুটির মৃত্যু হয়।

নিহত তাসফিয়া ওসমানগঞ্জ গ্রামের নয়ন – সুমা দম্পত্তির একমাত্র সন্তান।

পাশাপাশি রসুলপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শহীদ মিয়ার আড়াই বছরের শিশু পিত্র আবু বক্কর ছিদ্দিক পুকুরপাড়ে খেলছিলো হঠাৎ পুকুরে পড়ে যায়। তাৎক্ষণিক শিশুর স্বজনরা তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু বলে জানিয়েছেন।

অপরদিকে ষাটোর্ধ বৃদ্ধ সিদ্দিক আমিনাবাদ ইউনিয়নের ফরিদাবাদ গ্রামের বাসিন্দা। সে মঙ্গলবার ভোরে ফজর নামাজ পড়তে পুকুরে ওযু করতে যায় সেখানে ঘাট থেকে উল্টে পড়ে যায় বৃদ্ধ সিদ্দিক। স্বজনরা তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে আনার পথে বৃদ্ধের মৃত্যু হয়। তবে স্বজনরা জানান, তিনি দীর্ঘ দিন যাবত মৃগীরোগে ভূগছিলেন।

চরফ্যাসন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার এবং শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল জানান, নিহতদের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ গুলো দাফনের অনুমতি দেয়া হয়েছে

শেয়ার করুন