স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
খুলনা থেকে যশোর হয়ে ঢাকা রুটে ৫টি ট্রেন চলাচলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় যশোর রেলস্টেশনে এ মানববন্ধনের আয়োজন বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি।
বৃহত্তর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক কাওসার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সদস্যসচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন সদস্যসচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন বলেন, এ মাসেই পদ্মাসেতু রেল প্রকল্পে ঢাকা-ভাঙ্গা-নড়াইল-খুলনা রুটে ট্রেন চলাচলের উদ্বোধন হবে। অথচ এ ট্রেন থেকে আমরা বঞ্চিত হচ্ছি। তিনটি ট্রেনের বদলে আমরা মাত্র একটি ট্রেন পাব। এই বঞ্চনার বিরুদ্ধে বহুবার কথা বলেও কোনো সুরাহা পাওয়া যায়নি। এ জন্য আমরা বৃহত্তর যশোর এর সর্বস্তরের মানুষ একীভূত হয়ে মোট ৫টি ট্রেন যশোর থেকে ছেড়ে যাওয়ার দাবিতে মানববন্ধনে অংশ নিয়েছি।
মানববন্ধনে বক্তারা আরও কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো, বেনাপোল থেকে ঢাকায় দুটি ট্রেন, দর্শনা থেকে যশোর হয়ে ঢাকার দুটি ট্রেন ও খুলনা থেকে যশোর ঈশ্বরদী যমুনা সেতু হয়ে অন্তত একটি ট্রেন চলাচল বহাল রাখতে হবে।