জুলাই-আগস্ট অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে ডোমারে স্মরণসভা অনুষ্ঠিত

  • মোঃ সাহিদুল ইসলাম
  • নীলফামারী প্রতিনিধিঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই-আগস্ট অভ্যুত্থানের আহত ও শহীদদের স্মরণে নীলফামারীর ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭শে নভেম্বর) সকালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন- ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন।

এসময় উপস্থিত ছিলেন, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ হারুন অর রশীদ, শ্রী বিশ্বনাথ রায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নীলফামারী জেলা সমন্বয়ক মাহির মুহাম্মদ মিলন, ছাত্রনেতা বাঁধন ইসলাম, মিজানুর রহমান মিজান, মোঃ রুবেল ইসলাম, জাহিদ, লিখন ইসলাম, বরাত প্রমুখ।

স্মরণসভায় উপস্থিত ছাত্রদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পটভূমি সহ জুলাই-আগস্ট অভ্যুত্থানের প্রেক্ষাপট সম্পর্কিত আলোচনা করা হয়। এছাড়া আন্দোলনের অন্যতম শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ সহ সকল শহীদ ও আহতদের স্মরণ করে বক্তারা।

শেয়ার করুন