রাজনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত


নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের রাজনগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্য সংঘর্ষে সৈয়দ মিছরাব খাঁন (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের সোনাটিকি গ্রামে ঘটনাটি ঘটে। নিহত মিছরাব উপজেলার সোনাটিকি গ্রামের সৈয়দ রহমত খাঁনের ছেলে। স্থানীয় সূত্র জানাযায়, বিকালে সোনাটিকি গ্রামের মৃত সৈয়দ তজমুল মিয়ার ছেলে সৈয়দ আব্দুল হাকিম বায়েছ ও তার ভাইদের সাথে রহমত খাঁনের ছেলে সৈয়দ মিছরাব খাঁনের ভাইদের জমি নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই সৈয়দ রহমত খাঁনের ছেলে সৈয়দ মিছরাব খাঁনের মৃত্যু হয়। এসময় উভয়পক্ষের আরও ৭/৮জন আহত হয়। সন্ধ্যার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মুবাশ্বির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন