হোগলা পাতায় স্বপ্ন বুনছেন নারীরা
চরে প্রাকৃতিকভাবে বড় হওয়া হোগলা পাতা দিয়ে দড়ি তৈরি করে ক্ষুদ্র শিল্পের কাঁচা মালের জোগান দিচ্ছেন এসব নারীরা।
১০০ হাত দড়ি ১৫-২০ টকার মূল্যে সাভার, গাজীপুর ও উত্তরা এলাকায় পাইকারের মাধ্যমে সরবরাহ করেন তারা। পাইকারী মূল্যে বিক্রি করে ও ভালো লাভবান হচ্ছেন এসব পরিবার। নিজেদের পাশাপাশি শ্রমিকদের ও দড়ি বোনার কাজ দিচ্ছেন অনেকেই।
শেয়ার করুন