মৌলভীবাজার-ঢাকা সড়কে যাত্রী সেবায় বিলাস পরিবহনের যাত্রা শুরু


নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজার- ঢাকা সড়কে যাত্রী সেবায় এসি ননএসি বাস বিলাস পরিবহনের যাত্রা শুরু হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল সড়কের বিলাস পরিবহনের অফিস উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন করেন মৌলভীবাজার বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ও মৌলভীবাজার চেম্বার অব কর্মাস এর পরিচালক বিএনপি নেতা মো. আব্দুর রহিম রিপন।
এসময় উপস্থিত ছিলেন ১১নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইমরান আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি ও মৌলভীবাজার টুয়েন্টিফোর সম্পাদক মো. মাহবুবুর রহমান রাহেল, জেলা সড়ক পরিবহনের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, পরিবহন শ্রমিক নেতা আজিজুল হক সেলিম, যুবদল নেতা সিরাজুল ইসলাম, মো. সেজুল আহমেদ প্রমুখ। এসময় প্রধান অতিথি মো. আব্দুর রহিম রিপন বলেন, আমি আশা করি এই বাসটি ভ্রমন প্রিয় মানুষের আস্থার যানবাহন হিসাবে পরিচিতি লাভ করবে। যতটুকু দেখেছি ও জেনেছি বাসগুলো ভ্রমনের ক্ষেত্রে নিরাপদ ও আরামদায়ক হবে।

কাউন্টার পরিচালনায় রয়েছেন জেলা মেকানিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুর রব ও রমজান আহমদ সোহেল। মৌলভীবাজার কাউন্টার পরিচালক মো. আব্দুর রব জানান, বিলাস পরিবহনের বাসগুলো একেবারে নতুন এবং আধুনিক। প্রতিদিন মৌলভীবাজার থেকে ছেড়ে শ্রীমঙ্গল ও শায়েস্থাগঞ্জ হয়ে মহাখালী, ভায়া টঙ্গী, উত্তরা, এয়ারপোর্ট, ‍কুড়িল বিশ্বরোড হয়ে মহাখালী যাত্রী নিয়ে চলাচল করবে। শ্রীমঙ্গল কাউন্টারের পরিচালক শ্রীমঙ্গল-শমশেরনগর বাস মালিক সমিতির সভাপতি মো. তছলিম চৌধুরী জানান, পর্যটন জেলা মৌলভীবাজারে যাত্রীদের অধুনিক ও আরামদায়ক ভ্রমণ উপহার দিতে এ বাসের যাত্রা শুরু। তিনি এ অঞ্চলের ব্যবসায়ী ও পর্যটকদের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন