শনিবার ৪র্থ বারের মত শুরু হচ্ছে থাষ্ট ফর নলেজের মেধা যাচাই

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
৪র্থ বারের মত শুরু হচ্ছে মৌলভীবাজার জেলার সবচেয়ে বড় থাষ্ট ফর নলেজের মেধা যাচাই ২০২৪।

শনিবার সকাল ১০টা থেকে মৌলভীবাজার সরকারি কলেজের বিভিন্ন ভবনে এ পরীক্ষা শুরু হবে।

এবারের পরীক্ষায় মৌলভীবাজার জেলার ৭টি উপজেলা ক্লাস ৪ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় ৩ হাজার ৮শ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিবে।

পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত রোভার স্কাউট, বিএনসিসি, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের প্রায় অর্ধশত সেচ্ছাসেবী বিভিন্ন উপজেলা থেকে আগত
পরীক্ষার্থীদের সহযোগিতায় নিয়োজিত থাকবে।

গত বৃহস্পতিবার বিকালে সরকারি কলেজের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে এবং সার্বিক প্রস্তুুতি সভায় এ তথ্য জানান থাষ্ট ফর নলেজের সাধারণ সম্পাদক ও উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসা অধ্যক্ষ বশির আহমদ।

এ সময় কলেজের শিক্ষক ছাড়াও টাচ থাষ্ট ফর নলেজের সদস্য জুয়েল আহমেদ, শামীম আহমেদ ও সৈয়দ ছায়েদ আহমেদ, সেচ্চাসেবকসহ সংগঠনের বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন