নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে একাধিক মামলার এবং ৩ বছরের সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেপ্তার হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) শ্রীমঙ্গল থানার এসআই মহিবুর রহমান, ও এসআই মো. আওলাদ হোসেন অভিযান চালিয়ে উপজেলার পুটিয়াছড়া চা বাগান থেকে জিআর ৩৪১/২৩ (শ্রীঃ) এর ৩ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রবিলাল প্রধান এর ছেলে গনেশ প্রধান (৪০) কে গ্রেপ্তার করেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত গণেশ প্রধানের পূর্বের একটি জিআর ওয়ারেন্ট আছে। গ্রেপ্তারের পর তাকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
শ্রীমঙ্গলে একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
শেয়ার করুন