দুইদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে, বিপাকে শ্রমজীবী মানুষ


নিজস্ব প্রতিবেদক:
দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলের জনপদ। সোমবার (২৪ ডিসেম্বর) শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৯ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে। গতকালও দেশেে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছিল শ্রীমঙ্গলস্থ আবহাওয়া অফিস। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক আনিসুর রহমান।
এমন অবস্থায় দিনের বেলা রোদ থাকায় শীত কম লাগলেও সন্ধ্যার পর হিমেল বাতাশে বাড়তে থাকে শীতের তীব্রতা। রাত গভীর হলে নামে ঘন কুয়াশা। এই শীতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর, চা শ্রমিকসহ কৃষি শ্রমিকরা। এদিকে শীত জেকে বসলেও এখনও তেমন একটা চোখে পড়েনি সরকারি কোন প্রতিষ্টানের শীতবস্ত্র বিতরণ। প্রচন্ড শীতে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মহসিন মিয়া মধু। তিনি ইতোমধ্যে পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় সাড়ে ১২ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। তার এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে বলে জানান, মহসিন মিয়া মধু। তিনি বলেন, দরিদ্র ও হতদরিদ্র মানুষকে শীতের কবল থেকে রক্ষা করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সারা দিয়ে আমরা শীতবস্ত্র বিতরণ করছি। পর্যায়ক্রমে উপজেলার বাকী এলাকাগুলোতে শীতার্ত মানুষের কাছে পৌছে দেওয়া হবে শীতবস্ত্র (কম্বল)।

শেয়ার করুন