নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) শ্রীমঙ্গল থানার এসআই আব্দুর রহিম জিবান, এসআই মো. দেলোয়ার হোসেন, এএসআই মো. নজরুল ইসলামসহ পুলিশের টিম অভিযান চালিয়ে দায়রা মামলা নং-৪৩৮/২২, সিআর ১৭০/২২ (শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শহরতলীর রামনগর এলাকার হাসমত মিয়ার ছেলে মো. কুতুব আলী, ননজিআর ২০২/২৪ (শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত আসামি মো. আলী আকবর, শহরের কোর্ট রোডের রশিদ মিয়ার ছেলে আব্দুল কুদ্দুছ এবং জি আর নং-২৪৯/২৪ (শ্রীমঙ্গল) এর এজাহারনামীয় পলাতক আসামি বিষামনি গ্রামের মুজিবরি রহমান চৌধুরীর ছেলে ফারুক আহমেদ চৌধুরীকে গ্রেপ্তার করেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।