নিজস্ব প্রতিবেদক:
মনিপুরীদের রাধাকৃষ্ণ নৃত্য দিয়ে শেষ হলো ঐতিহাসিক ‘হারমোনি ফেস্টিভ্যাল’। আগামী বছর আরো বড় পরিসরে এ উৎসবের আয়োজন হবে বলে জানিয়েছেনবাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক সালেহা বিনতে সিরাজ। রোববার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার সমাপনী বক্তব্যের পর বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক সালেহা বিনতে সিরাজ বলেন, ‘২০২৬ সালের জানুয়ারীর শেষ সপ্তাহে আরো গোছালো এবং বড় পরিসরে আয়োজন করা হবে এ অঞ্চলের নৃ-জনগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতির এ উৎসব।
গত শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে শ্রীমঙ্গলের কাকিয়াছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই উৎসব উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলেছে উৎসব। এখানে স্থানীয় বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন উপকরণের মেলাও অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রবীণ সাংবাদিক সৈয়দ নেসার আহমদ বলেন, ঐতিহাসিক এই মেলবন্ধন যেন তিনদিনের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে যায়। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও আয়োজকদের ২৬টি নৃ-গোষ্ঠী নিয়ে দীর্ঘমেয়াদী কিছু উদ্যোগ নিতে হবে। এমন মিলনমেলা বিরল! এ থেকে আমাদের নতুন পরিকল্পনা করতে পারলে ক্ষুদ্র নৃ-জাতি গোষ্ঠীর কাজে আসবে, উৎসবের ধারাবাহিকতা সার্থক হবে।
পর্যটন শিল্পকে বিকাশিত করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড-এর উদ্যোগে প্রথমবারের মতো মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিনদিনের ‘হারমোনি ফেস্টিভ্যাল’ আয়োজন করা হয়। উৎসবে শ্রীমঙ্গল ও কমলগঞ্জে বসবাসরত ২৬টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী তাদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও জীবনচর্যার বিষয়সমূহ উৎসবে উপস্থাপন করেছে।
আগামী বছর আরো বড় পরিসরে শ্রীমঙ্গলে আয়োজন হবে হারমোনি ফেস্টিভ্যাল
শেয়ার করুন