নিজস্ব প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে চোলাই মদসহ একজন এবং ওয়ারেন্টেভুক্ত এক আসামি গ্রেপ্তার হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে শ্রীমঙ্গল থানার এসআই আব্দুর রহিম জিবানের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার কালীঘাটইউনিয়নের ভূরভুরিয়া চা বাগান এলাকা থেকে সাজু রিকিয়াসন (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় সাজুর ঘরে তল্লাশী চালিয়ে ১০লিটার চোলাই মদ উদ্ধার করেন পুলিশ সদস্যরা।
ড়্রপ্তোরকৃত সাজু রিকিয়াসন ভুরভুরিয়া ছা বাগানের কালিচরণ রিকিসনের ছেলে।
এছাড়াও শ্রীমঙ্গল থানার এএসআই মো, আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে সিআর ২২৭/২০০৮ (বন)(শ্রী) এর ০২(দুই) বছরের সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত আসামি বিছুন বাউরীকে আটক করেন। গ্রেপ্তারকৃত বিছুন বাউরী উপজেলার জাগছড়া চা বাগানের ভানু বাউরীর ছেলে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা শেষে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।