নিহম্ব প্রতিবেদক:
মাসিক কল্যান সভায় জানুয়ারি ২০২৫ মাসের পারফরমেন্স মূল্যায়নে শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ট অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার (১১ ফেব্রæয়ারি) মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার এম. কে. এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা।
এছাড়াও শ্রেষ্ঠ মামলা তদন্তকারী অফিসার আব্দুল আলীম, এসআই (নিঃ) কুলাউড়া থানা। শ্রেষ্ঠ সার্জেন্ট সাজিদ আহমেদ মুখলেছ, সার্জেন্ট, সদর ট্রাফিক, মৌলভীবাজার। শ্রেষ্ঠ গোয়েন্দা অফিসার এইচ এম মাহমুদুর রহমান, এসআই (নিঃ), জেলা গোয়েন্দা শাখা, মৌলভীবাজার। শ্রেষ্ঠ আসামি গ্রেফতারকারী আব্দুর রউফ, এসআই (নিঃ), বড়লেখা থানা, মৌলভীবাজার। শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসারঃ জনাব আনোয়ার হোসেন, এএসআই (নিঃ), শ্রীমঙ্গল থানা। বিশেষ পুরস্কারঃ জানুয়ারি মাসে আইনশৃংঙ্খলা রক্ষায় সার্বিক পারফরমেন্সের জন্য জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ পুরস্কার লাভ করে।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান, জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জগণসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।