ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্যারিসে পবিত্র শবে বরাত পালিত

নজমুল হক, ফ্রান্সের প্যারিস থেকে:

রাত জেগে ইবাদত-বন্দেগি, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আজকার ও নফল নামাজ আদায়ের মধ্যদিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে  বৃহস্পতিবার রাতে সৌভাগ্যের রাত পবিত্র শবেবরাত প্যারিসে পালিত হয়েছে। মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা বিগত জীবনের সব ভুলভ্রান্তি, পাপের জন্য গভীর অনুশোচনায় মহান আল্লাহতাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করেন। পাশাপাশি পার্থিব জীবনে আল্লাহর আনুকূল্য কামনা ও প্রবাসী বাংলাদেশীসহ বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার জন্য বিশেষভাবে দোয়া করা হয়।

প্যারিসের ওভার ভিলা বাংলাদেশী জামে মসজিদে  বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি)বাদ এশা লাইলাতুল বরাতের তাৎপর্য তুলে ধরে বয়ান করেন মসজিদের সম্মানিত ইমাম মৌলানা নুরুল ইসলাম ও হাফিজ জাহাঙ্গীর হোসেন।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন মির্জা কারী শফিকুল ইসলাম।

বয়ান কালে বক্তারা বলেন,শব অর্থ রাতি, আর বরাত অর্থ অদৃষ্ট বা ভাগ্য । সুতরাং শবে বরাত অর্থ ভাগ্য রজনি। শবে বরাত বা ভাগ্য রজনি দুনিয়ার সমস্ত মুসলমানের নিকট অতি পরিচিত গুরুত্বপূর্ণ একটি রাত। এ রাতে বান্দার ভাল – মন্দ, রুজী, – রোজগার, হায়াত – মওত প্রভৃতি যাবতীয় বিষয় লিপিবদ্ব করা হয়। উল্লিখিত কারণেই মানুষের কাছে শবে বরাতের গুরুত্ব অপরিসীম।

দোয়ার আগে মসজিদের খাদেম চৌধুরী সালেহ আহমদ মসজিদের মুসল্লিদের উদ্দেশে বলেন,এই মসজিদ বর্তমানে মুসল্লিদের তুলনায় অনেক ছোট,তাই কমিউনিটির সকলের পরামর্শে মসজিদের আয়তন বড় পরিসরে করার লক্ষ্যে মসজিদের সাথের ভবন ক্রয় করার জন্য ১০লক্ষ ইউরোর একটি বায়নামা করা হয়েছে। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে ৪লক্ষ ইউরো বর্তমানে মসজিদের একাউন্টে জমা আছে।ভবন ক্রয় করার জন্য আরো ৬লক্ষ ইউরো প্রয়োজন। তাই তিনি বাংলাদেশী কমিউনিটির সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, আপনারা চাইলে মসজিদের নিজ একাউন্টে টাকা জমা দিতে পারেন। আজকের এই মহিমান্বিত রজনীতে আল্লাহ ঘর মসজিদে মুক্ত হস্তে দান করার উদাত্ত আহ্বান জানান।

পবিত্র শবে বরাতে উপলক্ষে ওভারভিলা জামে মসজিদে প্যারিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন