শ্রীমঙ্গলে সনাতন ধর্মালম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়


নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি ধর্মীয় অনুষ্টানে যোগ দিয়ে সনাতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের ভাগলপুর গ্রামে সনাতন ধর্মালম্বীদের আমন্ত্রণে অষ্টপ্রহরব্যাপী ধর্মীয় উৎসবে যোগ দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি নেতৃবৃন্দরা।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল মৌলভীবাজার জেলা বিএনপির অন্যতম নেতা ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু। তিনি বিশেষ কাজে রাজধানী ঢাকায় অবস্থান করায় ওনার পক্ষে উৎসবে যোগ দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. ইয়াকুব আলী, মহাসিন মিয়া মধুর ভাই, শ্রীমঙ্গল পৌর বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও বর্তমান উপজেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আতিকুর রহমান জরিফ, সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক তারেক খন্দকার, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, মো. আব্দুর রহিম, শ্রীমঙ্গল পৌর বিএনপির আহবায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক আব্দুল জব্বার আজাদ, মহসিন মিয়া মধুর একমাত্র ছেলে, যুবদল নেতা ও তরুণ সমাজসেবক মুরাদ হোসেন সুমন, সাবেক ছাত্রদল নেতা ও সাংবাদিক আব্দুস শুকুর, ছাত্রদল নেতা মো. শহিদুল ইসলাম নূর প্রমুখ।

শেয়ার করুন