ঘোড়ায় চেপে স্পেন থেকে পবিত্র হজ্ব পালনে মক্কার পথে তিন বন্ধু

মোঃ ইবাদুর রহমান জাকির, স্পেন প্রতিনিধি:

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে স্পেন থেকে তিন বন্ধু ঘোড়ায় চড়ে সৌদি আরবের পথে যাত্রা শুরু করেছেন। স্পেন থেকে পবিত্র নগরী মক্কা পর্যন্ত ৮ হাজার কিলোমিটারের দীর্ঘ এই রাস্তা তারা ঘোড়ার পিঠে চেপেই পাড়ি দিচ্ছেন।

এই পদক্ষেপের মাধ্যমে তারা ৫০০ বছরের পুরোনো আন্দালুসিয়ান মুসলিম ঐতিহ্যকেও পুনরুজ্জীবিত করছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, স্পেনের তিন বন্ধু পবিত্র হজ পালনের জন্য ঘোড়ায় চড়ে সৌদি আরবের মক্কায় যাচ্ছেন। ইসলাম গ্রহণের পর তাদেরই একজনের একটি প্রতিজ্ঞার কারণে এভাবেই তারা তাদের পবিত্র এই যাত্রা শুরু করেন।

স্প্যানিশ ওই তিন বন্ধুর আব্দুল্লাহ হার্নান্দেজ, আবদুল কাদের হারকাসি এবং তারিক রদ্রিগেজ। গত সাড়ে ৩ মাস আগে তারা স্পেন থেকে ঘোড়ার পিঠে চেপে হজের উদ্দেশ্যে রওনা হন এবং দীর্ঘ পথ পাড়ি দিয়ে সম্প্রতি তারা ইস্তাম্বুলে পৌঁছেছেন। ৫০০ বছরের পুরানো আন্দালুসিয়ান মুসলিম ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি হজযাত্রা সম্পূর্ণ করতে সামনে দিনগুলোতেও তারা তাদের যাত্রা অব্যাহত রাখবেন।

স্পেন থেকে দীর্ঘ ৮ হাজার কিলোমিটারের (৪৯৭০ মাইল) এই ভ্রমণে ইতালি, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, মন্টিনিগ্রো, কসোভো, উত্তর মেসিডোনিয়া, বুলগেরিয়া, গ্রিস এবং তুরস্ক হয়ে সিরিয়ার মধ্য হয়ে সৌদি আরবে পৌঁছানোই স্প্যানিশ ওই বন্ধুর লক্ষ্য।

ইস্তাম্বুল সাবাহাতিন জাইম ইউনিভার্সিটির আয়োজিত একটি অনুষ্ঠানে সম্প্রতি ওই তিন বন্ধু বিশ্ববিদ্যালয়ে ছাত্র এবং অন্যান্য সমর্থকদের সাথে মিলিত হয়েছিলেন। অনুষ্ঠানে বক্তৃতাকালে, বিশ্ববিদ্যালয়ের ইসলামিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক হুসেইন হুসনু কয়ুনোগলু বলেন, ইস্তাম্বুল বহু শতাব্দী ধরে হজযাত্রীদের জন্য একটি উল্লেখযোগ্য স্টপ।

হার্নান্দেজ বলেছেন, তিনি ২৪ বছর বয়সে প্রথম ইসলাম সম্পর্কে জানতে পারেন। ভূগোল নিয়ে পড়াশোনা করার সময় তিনি বাইবেল এবং পবিত্র কোরআন অধ্যয়ন করেছিলেন এবং আয়াতগুলোকে তার কাছে বিশেষভাবে আকর্ষণীয় বলে মনে হয়েছিল।

শেয়ার করুন