দেশব্যাপী ডাকাতি ও ধর্ষণের প্রতিবাদে চরফ্যাসনে শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ

এম ফাহিম, চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ

দেশব্যাপী ডাকাতি ও ধর্ষনের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্ব্বোচ্চ শাস্তির দাবিতে ভোলার চরফ্যাসনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

চরফ্যাসন সরকারি কলেজের শিক্ষার্থীদের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গতকাল বিকাল ৪ টায় ফ্যাসন স্কয়ারের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে চরফ্যাসন সরকারি কলেজের একাদশ থেকে বিএ অর্নাস ও ডিগ্রির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। চরফ্যাসন সরকারি কলেজের শিক্ষার্থী তারেক এর নেতৃত্বে কলেজের সাধারণ শিক্ষার্থীরা এ সমাবেশে অংশ নেয়। চরফ্যাসন সরকারি কলেজের এক শিক্ষার্থী বলেন, সারা বাংলাদেশে ধর্ষণ এখন খুব সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আমরা পত্রিকা ও টেলিভিশনের পর্দায় প্রতিদিন দেখতে পাই যে কোথাও না কোথাও ধর্ষণের ঘটনা ঘটছে। তিনি আরও বলেন, আমরা চরফ্যাসন সরকারি কলেজের শিক্ষার্থীরা এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছি, যাতে ধর্ষণের হার কিছুটা হলেও কমানো যায়।

অপর এক শিক্ষার্থী বলেন, “ধর্ষণের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার থাকবো এবং গত কয়েকদিনে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলোর দোষীদের ফাঁসি চাই।”এরপর ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সমাবেশটি সমাপ্ত ঘোষণা করা হয়।

শেয়ার করুন