শেরপুরে জি-৭ হোটেলসহ ৫ ব্যবসায়ীকে অর্থদন্ড

কাকন সরকার, শেরপুর :

শেরপুরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি,গুনগত মানহীন পণ্য বিক্রী, মজুদ করে কৃত্রিম সংকট তৈরী সহ ভোক্তাদের হয়রানীরোধে বাজার নিয়ন্ত্রণে তদারকিতে নেমেছে শেরপুর জেলা প্রশাসন।

এরই অংশ হিসেবে নিয়মিত বাজার মনিটরিংকালে শনিবার (৮মার্চ) দুপুরে শেরপুর পৌর শহরের প্রাণকেন্দ্র রঘুনাথ বাজার ও মুন্সীবাজার এলাকায় ফলমুলের দোকান, হোটেল-রেস্তোরা ও বেকারী দোকানগুলোতে তদারকি করা হয়।

এসময় নানা অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংক্ষরণ আইন-২০০৯-এর বিভিন্ন ধারায় ভ্রাম্যমান আদালতে ২ টি হোটেল,২টি ফলের দোকান ও একটি বেকারী দোকানকে ১১ হাজার ৫০০ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।এই অভিযানে নেতৃত্ব দেন, জেলা বাজার মনিটরিং টিমের কর্মকর্তা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব সরকার।

এসময় অন্যান্যদের মাঝে মনিটরিং টিমের সদস ক্যাব শেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক হাকিম বাবুল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মো. মনিবুল ইসলাম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন