নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বোয়ক মৌলভীবাজারের শ্রীমঙ্গল আশিদ্রোন ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
সোমবার (১৭ মার্চ) শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়ন বিএনপি ও দলের অঙ্গ সংঠনের আয়োজনে টিকরিয়া চৌমুহনায় এই দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহŸায়ক মো. নুরুল আলম সিদ্দিকী।
আশিদ্রোন ইউনিয়ন বিএনপি সভাপতি মো. সামছুর রহমান এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক তাজ উদ্দিন তাজু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মকসুদ আলী, পৌর বিএনপির সাবেক সভাপতি মোছাব্বির আলী মুন্না, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দীন, বিএনপির নেতা রুবেল আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক মহি উদ্দিন ঝারু, সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুল মুহিত কদর, সদস্য সচিব মো. টিটু আহমেদ, যুবদল নেতা আজির উদ্দিন, যুবদল নেতা রহিম, পৌর যুবদলের নেতা ও সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল কাদির, স্বেচ্ছাসেবক দলে সদস্য সচিব তৈয়ব আলী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল খালিক, জেলা ছাত্রদলে যুগ্ম-সাধারণ সম্পাদক আলী হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক জালাল উদ্দীন, পৌর ছাত্রদলের আহবায়ক জাহিদ আহমেদ, সদস্য সচিব রিমন আহমদ, তাতীদলের সভাপতি সবুজ মিয়া,প্রমুখ।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় বিএনপির ভূমিকা তুলে ধরেন। এছাড়াও, তারা দলীয় কর্মসূচি বাস্তবায়নে সকল স্তরের নেতাকর্মীদের একযোগে কাজ করার নির্দেশনা দেন।
শেয়ার করুন