নিজস্ব প্রতিবেদক:
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দীর্ঘায়ু কামনায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা, পৌর, সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এক বিশাল গণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ মার্চ) কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ গণ ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও ২নং পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান এর সভাপতিত্বে ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপি আহবায়ক নুরুল আলম সিদ্দিকী, জেলা কৃষকদলের সভাপতি শামীম আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সরোয়ার শোকরানা নান্নাসহ আরো অনেকে।
এসময় শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজ উদ্দিন তাজু, পৌর বিএনপির সাবেক সভাপতি এম. মোছাব্বির আলী মুন্না, উপজেলা বিএনপির সদস্য মশিউর রহমান রিপনসহ কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ প্রায় ৫ সহস্রাধিক রোজাদার উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেক হায়াত বৃদ্ধির জন্য দোয়া করা হয়। এছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানসহ বিএনপির সকল প্রয়াত নেতাকর্মীদের জন্যও বিশেষ দোয়া করা হয়।