আল ইখওয়ান ফাউন্ডেশন এর উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

ইয়াছির আরাফাত, বকশীগঞ্জ প্রতিনিধিঃ-

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কে আল ইখওয়ান ফাউন্ডেশন এর উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে।

রবিবার (৩০ মার্চ) সকালে জামালপুর জেলার বকশীগঞ্জের বাট্টাজোড় ইউনিয়নের পূর্ব দত্তেরচরে গরিব অসহায় মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই দিনাজপুর আঞ্চলিক অফিসের সহকারী পরিচালক মো: জিয়াউল হক।

এসময় বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল ডিগ্রি মাদরাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা গোলাম মোস্তফা  এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী এর সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আওয়াল, ডার্চ বাংলা ব্যাংক জামালপুর শাখার সিনিয়র অফিসার মেহেদী হাসান জুয়েল, বিশিষ্ট ব্যবসায়ী মোক্তার হোসেন আকন্দ,বিশিষ্ট ব্যবসায়ী মন্টু মিয়া, সোনালী ব্যাংক সানন্দবাড়ী শাখার সিনিয়র অফিসার রাশেদুল ইসলাম রতন, ইসলামি ব্যাংক রৌমারী শাখার সহকারী প্রকল্প অফিসার হারুনুর রশিদ, মো: জাকারিয়া আহমেদ, মাহবুর রহমান প্রমুখ।

এসময় আল ইখওয়ান ফাউন্ডেশন এর সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ বলেন, বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে, যার মধ্যে শীতবস্ত্র বিতরণ, শিক্ষা সহায়তা, চিকিৎসা সহায়তা ও খাদ্য বিতরণ অন্যতম। আজ প্রায় ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন