প্রবীণ অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক মনোজ কুমার আর নেই

অভিনেতা মনোজ কুমার। ছবি: সংগৃহীত

জালালাবাদ বার্তা সংবাদ:

বলিউডের প্রবীণ অভিনেতা ও পরিচালক মনোজ কুমার আর নেই। শুক্রবার (৪ এপ্রিল) মুম্বাইয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৭ বছর।

বিবিসি জানায়, মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনোজ কুমার মারা যান। বার্ধক্যজনিত সমস্যায় মৃত্যু হয়েছে তার।

ভারতীয় সংবাদ সংস্থাকে মনোজ কুমারের ছেলে কুনাল গোস্বামী বলেন, তিনি দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন।

দেশপ্রেমমূলক চলচ্চিত্রের জন্য পরিচিত মনোজ কুমার ১৯৬০ এবং ১৯৭০-এর দশকে জনপ্রিয়তার শিখরে পৌঁছান।

পাঞ্জাব রাজ্যে ১৯৩৭ সালে জন্মগ্রহণ করা মনোজ কুমার। প্রকৃত নাম ছিল হরিকৃষণ গোস্বামী। তিনি ‘শহীদ’, ‘রুটি কাপড়া ঔর মাকান’ এবং ‘ক্রান্তি’সহ একাধিক চলচ্চিত্রের মাধ্যমে হিন্দি চলচ্চিত্র শিল্পে নিজের আলাদা পরিচিতি গড়ে তোলেন।

দেশপ্রেমে ভরপুর তার চলচ্চিত্রগুলো সাধারণ মানুষের সঙ্গে গভীরভাবে সংযোগ স্থাপন করে। তিনি বহু পুরস্কারে ভূষিত হন, যার মধ্যে রয়েছে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মশ্রী’।

চলচ্চিত্রে অবদানের জন্য তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’-ও লাভ করেন।

তার মৃত্যুতে ভারতসহ বলিউড সিনেমাপ্রেমীরা শোকাচ্ছন্ন। সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে “ভারতীয় সিনেমার প্রতীক” বলে উল্লেখ করেন। তিনি ‘এক্স’-এ (পূর্বতন টুইটার) এক পোস্টে লেখেন, “মনোজজীর কাজ দেশপ্রেমের চেতনাকে জাগিয়ে তুলেছিল এবং তা ভবিষ্যত প্রজন্মকেও অনুপ্রাণিত করবে।”

চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত বলেন, তার মৃত্যু “চলচ্চিত্র শিল্পের জন্য এক অপূরণীয় ক্ষতি” এবং “পুরো ইন্ডাস্ট্রি তাকে মিস করবে”।

 

রিপোর্ট: এস,ডি/ জালালাবাদ বার্তা।
শেয়ার করুন