»রাজনীতি»চরফ্যাসনে বিএনপির পৃথক সংঘর্ষে অর্ধশতাধিক আহত
চরফ্যাসনে বিএনপির পৃথক সংঘর্ষে অর্ধশতাধিক আহত
জালালাবাদ বার্তা ডট কম ।
প্রকাশিতকাল:
জালালাবাদ বার্তা সংবাদ:
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনে দুই ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এবং পূর্বশত্রুতার জেরে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। গত (২ এপ্রিল) বুধবার রাতে দুলারহাট থানা সদর ও গতকাল ( ৩ এপ্রিল) বৃহস্পতিবার দুপুরে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের পৃথক স্থানে দফায় দফায় হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে শশীভূষণ ও দুলারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের সহযোগিতায় দুই পক্ষের অন্তত ৪০ জনকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুলারহাট থানা যুবদলের সভাপতি নুরাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুমন হাওলাদার গ্রুপ ও যুবদলের সাধারণ সম্পাদক বাবলু গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বুধবার সন্ধ্যার পর থেকে দুলারহাট থানা সদরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের প্রায় ৩০ জন আহত হয়। রাতেই আহতদের চরফ্যাশন হাসপাতালে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
অপরদিকে গতকাল দুপুরে শশীভূষণ থানার রসুলপুরের ৪নং ওয়ার্ডে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ঢাকাস্থ জাতীয়বাদী দল ফোরামের সভাপতি মো. টিপু সুলতান ও আলমগীর সারেংদের সঙ্গে বিরোধ ছিল। গতকাল সকালে ওই বিরোধের সমঝোতার দিন ধার্য ছিল। কিন্তু সেদিন আলমগীর সারেং পক্ষের লোকজন উপস্থিত না হওয়া নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের ২০ জন নেতাকর্মী ও সমর্থকরা আহত হন। স্থানীয়রা দুই পক্ষের ১৫ জনকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়।
রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সালাউদ্দিন মিয়া জানান, টিপুদের সঙ্গে আলমগীর সারেংদের জমি নিয়ে পূর্ববিরোধ চলমান রয়েছে। ওই বিরোধকে কেন্দ্র করে দুপক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দুলারহাট থানা যুবদলের সভাপতি ও নুরাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুমন হাওলাদারের মোবাইল ফোনে কয়েকবার কল দিলেও রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।
দুলারহাট থানার ওসি আরিফ ইফতেখার জানান, দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল জানান, জমিসংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।