মৌলভীবাজারে দুই সন্তানের হাতে বাবা খুন

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারে পারিবারিক কলহের সময় নিজের দুই সন্তানের হাতে খুন হয়েছেন পিতা।
শনিবার (৫ এপ্রিল) রাতে এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মৌলভীবাজার জেলার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামেরকোনা গ্রামে।]
স্থানীয় সুত্রে জানা যায়,  শ্যামেরকোনা গ্রামের মুসলিম মিয়ার ঘরে তাদের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার এক পর্যায়ে ছেলে মুন্না ও তার বোন জান্নাতুল ফেরদৌসি মুন্নি তাদের পিতা মুসলিম মিয়ার উপর হামলা চালায়। হামলায়  গুরুতর আহত মুসলিম মিয়াকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানোর পরামর্শ দেন। সিলেটে নেওয়ার পথে মৃত্যু হয় মুসলিম মিয়ার।
এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানা পুলিশ নিহতের মেয়ে জান্নাতুল ফেরদৌসি মুন্নিকে আটক করেছে।
মডেল থনার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে। কি কারণে ছেলে মেয় পিতাকে হত্যা করেছে তদন্তের পর জানা যাবে।

শেয়ার করুন