»রাজনীতি»চরফ্যাসনে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন
চরফ্যাসনে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন
জালালাবাদ বার্তা ডট কম ।
প্রকাশিতকাল:
চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাসনে চরমানিকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আব্বাস পাটওয়ারীকে রাতের আধঁরে আটকে হত্যা চেষ্টাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
রবিবার বিকেলে দক্ষিণ আইচা বাসস্ট্যান্ড সংলগ্ন সদর রোডে এ মানববন্ধন করেন মানিকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ও সমর্থকরা। পরে সন্ধ্যায় দক্ষিণ আইচা বাজারে দাবীতে বিক্ষোভ মিছিল বের করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদ সিকদার, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সোহাগ। বক্তারা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্য হামলাকারী সন্ত্রাসী জামালসহ সকল আসামীদের কে গ্রেফতার করে আইনের মুখোমুখি দাড় করাতে হবে। তা না হলে তারা তাদের বিক্ষোভ মিছিল ও অন্যান্য কর্মসূচি অব্যহত থাকবে।
উলেখ্য- গত মঙ্গলবার রাতে স্বেচ্ছাসেবক দল নেতা আব্বাস পাটওয়ারীকে দক্ষিণ আইচা থানার সৌদি হাসপাতাল সংলগ্ন এলাকার মুজাহার তালুকদার বাড়ীর কাছে জামাল উদ্দিন নামের এক স্থানীয় যুবক ও তার দলবলসহ আব্বাস পাটওয়ারীকে আটক করে গলায় গামছা পেছিয়ে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়। এলাকার লোকজনের ডাক চিৎকারের পর আশপাশের মহিলারাসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন। প্রথমে তাকে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়। আব্বাস পাটওয়ারী বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় রোববার আব্বাস পাটওয়ারীর স্ত্রী কুলছুম বাদী হয়ে জামাল উদ্দিন সহ ১০ জন আসামী করে দক্ষিণ আইচা থানায় মামলা দায়ের করেন।
দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভুইয়া জানান, আব্বাস পাটওয়ারীর স্ত্রী কুলছুম বাদী মামলা করেছেন। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।