নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জেলা জজ আদালতের এক তরুণ আইনজীবী নিহত হয়েছেন।
রোববার (৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে শহরের মেয়র চত্তর এলাকায় তরুণ আইনজীবী সুজন মিয়া দুর্বৃত্তের ছুরিকাঘাতে মৃত্যুবরণ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১১ টার দিকে মেয়র চত্বরের উত্তর পাশে ফুটপাতে একটি ফুসকার দোকানে বসে আইনজীবী সুজনসহ ৪ বন্ধু মিলে ফুসকা খাচ্ছিলেন। এ সময় ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত আইনজীবী সুজন মিয়ার পাশে এসে দাঁড়ায়। তাদের মধ্যে একজন ছুরিকাঘাত করে। পরে তারা একত্রে পালিয়ে যায়।
স্থানীয়রা আইনজীবী সুজনকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে তার পরিবারের সদস্য ও সহকর্মীরা ছুটে যান হাসপাতালে। আইনজীবী সুজন মিয়া শহরতলীর পূর্ব হেলালপুর এলাকার জহিরুল ইসলামের পুত্র। পরিবারের সদস্যদের সাথে প্রায় ৮ বছর যাবৎ বসবাস করতেন ওই এলাকায়। নিহত আইনজীবী সুজন মিয়ায় পৈত্রিক বাড়ি ব্রাক্ষণবাড়িয়া পৌর এলাকার ১ নং ওয়ার্ডের ধুবলাপাড়া এলাকায়।
মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিনহাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। হত্যার কারণ এখনও জানা যায়নি, আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় রাতেই জেলা পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন।
মৌলভীবাজারে দুর্বৃত্তের ছুুরিকাঘাতে তরুণ আইনজীবী নিহত
শেয়ার করুন