»সারা দেশ»রহনপুরে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালন
রহনপুরে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালন
জালালাবাদ বার্তা ডট কম ।
প্রকাশিতকাল:
উওম কুমার (গোমস্তাপুর) চাঁপাইনবাঞ্জ প্রতিনিধি:
সারা বিশ্বের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালন করেছে তাওহিদ জনতা।
সোমবার (০৭ এপ্রিল) সকাল সাড়ে এগারোটায় উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিন করে কলোনী মোড়ে পথসভার মাধ্যমে কর্মসুচি শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন রহনপুর ইয়ুথ ফাউন্ডেশন আমিরুল মুমিন, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা শাহজালাল,, হিজবুল্লাহ, পিয়াস, নাফিস, শুভ, এ সময় উপস্থিত ছিলেন নাফিস, জুলকারসহ অন্যরা।