»সারা দেশ»চরফ্যাশনে চেতনানাশক দ্রব্য খাইয়ে কৃষক পরিবারের সর্বস্ব লুট
চরফ্যাশনে চেতনানাশক দ্রব্য খাইয়ে কৃষক পরিবারের সর্বস্ব লুট
জালালাবাদ বার্তা ডট কম ।
প্রকাশিতকাল:
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনে রাতে খাবারের সঙ্গে চেতনানাশক দ্রব্য খাইয়ে এক কৃষক পরিবারের সর্বস্ব লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে শিশু ও নারীসহ ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (৭ এপ্রিল) ভোররাতে উপজেলার চরমানিকা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কৃষক ইদ্রিস সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিনগত রাত ৯ টার দিকে কৃষক ইদ্রিস সরদারের শিশু ও নারী সহ পরিবারের ৭ সদস্য খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকাল গড়িয়ে বেলা বাড়লেও ইদ্রিস সরদারের পরিবারের সদস্যদের কারো ঘুম না ভাঙায় প্রতিবেশিরা গিয়ে তাদের ঘুম ভাঙান। পরে ঘুম থেকে উঠে দেখতে পান দুর্বৃত্তরা দরজা ভেঙে বসতঘরে প্রবেশ করে ঘরে ধান বিক্রির নগদ গচ্ছিত ৭ লাখ টাকা এবং স্বর্ণালংকার সহ প্রায় ১০ লাখ টাকার বিভিন্ন মালামাল লুটে নেয়। এসময় তারা গুরুতর অসুস্থ বোধ করলে প্রতিবেশিরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।
আহতদের প্রতিবেশী মো. বেল্লাল জানান, তাদের ঘরের মানুষের অজান্তে দুর্বৃত্তরা তাদের খাবারের সঙ্গে চেতনানাশক দ্রব্য মিশিয়ে এমন কান্ড ঘটিয়েছে। তাদেরকে খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবী পরিবারের।
দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভুইয়া বলেন, কবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।