ডেস্ক নিউজ:
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, উদ্যোক্তা হওয়ার জন্য বাংলাদেশের পরিবেশ বেশ উপযুক্ত। এ দেশে সৃজনশীল আইডিয়া দিয়ে যেকোনো কিছু করা সম্ভব।
আজ বুধবার সকালে রাজধানীতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন–২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, ১৯৭৪ থেকে ২০২৫ পর্যন্ত এই পাঁচ দশকে এক অভূতপূর্ব যাত্রা বাংলাদেশের। স্বল্প সময়ে অনেকটা পথ পাড়ি দিয়েছে এই দেশ।
বিনিয়োগে বিশেষ অবদান রাখায় চারটি ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার দেন ড. ইউনূস। এ ছাড়া বিনিয়োগে বিশেষ ভূমিকার জন্য সম্মেলনে সম্মানসূচক বাংলাদেশি নাগরিকত্ব দেয়া হওয়া ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাং কে।
অনুষ্ঠানে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালুর মাধ্যমে পরীক্ষামূলকভাবে এটির উদ্বোধন করা হয়।
এবারের সম্মেলনে অংশ নিয়েছেন চীন-যুক্তরাষ্ট্রসহ অর্ধশত দেশের বড় বিনিয়োগকারীরা। ৪ দিনের সম্মেলনের পর্দা নামছে বৃহস্পতিবার।