এম ফাহিম, চরফ্যাসন(ভোলা) প্রতিনিধি:
কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চরফ্যাসনে কৃষকদের প্রণোদনার মাধ্যমে কৃষিকাজে উদ্বুদ্ধ করতে বিনা-মুল্যে ১২ হাজার ৩০০ জন কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর চরফ্যাসনের উদ্যেগে উপজেলা কৃষক প্রশিক্ষন কেন্দ্রে এ সার ও বীজ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা সারমিন মিথি’র সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদার সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া প্রমুখ।
এমসয় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক, ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গরা উপস্থিতি ছিলেন।
জানা যায়, ২০২৪-২০২৫ অর্থ বছরের খরিপ-১ /২০২৪-২০২৫ আউশ মৌসুমে প্রণোদনার আওতায় ১২ হাজার ৩০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রতিজনে ২০ কেজি সার, ৫ কেজি বীজ বিতরণ করা হয়।
বক্তারা বলেন, বিনামুল্যে এ সার ও বীজ দেওয়ায় কৃষকরা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হবে। এবং কৃষকের বেশি বেশি চাষাবাদে পরামর্শ প্রদান করেন বক্তারা।