নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে অবৈধ ভাবে উত্তোলিত বালুসহ ২জন গ্রেপ্তার হয়েছে। এসময় বালু ভর্তি একটি ট্রাক জব্দ করে পুলিশ।
মঙ্গলবার (৮ এপ্রিল শ্রীমঙ্গল থানার এসআই সুজন কান্তি পাল এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের হামিদপুর গ্রাম থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন বালু ট্রাকে লোড করার সময় উপজেলার সদর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মো. নানু মিয়ার ছেলে মো. সাগর আহমেদ (২২) ও সিন্দুরখাঁন ইউনিয়নের খারিজ্জমা গ্রামের শাহিন মিয়ার ছেলে মো. শাহান আহমেদ (১৯) কে আটক করেন। এসময় বালুসহ একটি ট্রাক জব্দ করেন পুলিশ সদস্যরা।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, অবৈধ ভাবে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন সরকারি ছড়া ও ফসলি জমি থেকে বালু উত্তোলনে ভূ-প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করে আসছে অবৈধ বালু কারবারিরা। এদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।
আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।