গোমস্তাপুরে ৫ং রহনপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা

উওম কুমার, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৫ং রহনপুর ইউনিয়ন পরিষদ বাঙ্গালীদের প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩২ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ৫ং রহনপুর ইউনিয়ন পরিষদ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।

পহেলা বৈশাখ বাঙালির কাছে অত্যন্ত তাৎপর্যবহুল একটি দিন। প্রতিবছরেই এ দিনটি অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একযোগে পালন করে থাকে বাংলা নববর্ষ। পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে সাদরে বরণ করে নেওয়া হয় বাংলা নববর্ষ উদ্যাপনের মাধ্যমে। ৫ং রহনপুর ইউনিয়ন পরিষদ প্রতিবছর নানা কর্মসূচি গ্রহণ করা হয় বাংলা নববর্ষ উদ্যাপনের উদ্দেশ্যে।

কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা , আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার (১৪ এপ্রিল)১ বৈশাখ সকালে রহনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে রিয়ালি ইউনিয়ন সভাকক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।

রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাবের সভাপতিত্বে এ আলোচনা সভায় আরো ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মুরশালিন
ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড মহিলা ইউপি সদস্য প্রমুখ।

রিপোর্ট: এস,ডি/জালালাবাদ বার্তা।
শেয়ার করুন