»রাজনীতি»ছাতকে রাজনৈতিক মামলায় বিশ্বজিৎ ঘোষ গ্রেফতার
ছাতকে রাজনৈতিক মামলায় বিশ্বজিৎ ঘোষ গ্রেফতার
জালালাবাদ বার্তা ডট কম ।
প্রকাশিতকাল:
স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে রাজনৈতিক মামলার এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার বিশ্বজিৎ ঘোষ (৩৯) ছাতক পৌরসভার মন্ডলীভোগ এলাকার মৃত রনবীর লাল ঘোষ ওরফে বাচ্চু ঘোষের পুত্র ও উপজেলা যুবলীগের ত্রাণ ও দূ্র্যোগ বিষয়ক সম্পাদক।
ছাতক থানার এসআই (নিঃ) মো.সিকান্দর আলী, এসআই সাদেক আহমদ, এসআই রেজাউল করিম, এসআই রাহিম আহমদ, এসআই আখতারুজ্জামান, পিএসআইবিন আমিন রবিবার রাত বিশেষ অভিযান (ডেভিল হান্ট) পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতার বিশ্বজিৎ ঘোষ ছাতক থানার মামলা নং ১৫ (২) ২৫ এর সন্দিগ্ধ আসামী বলে পুলিশ জানিয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ জানান, গ্রেফতারকৃত আসামীকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। ##