মৌলভীবাজারে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার ও সাংস্কৃতিক অনুষ্টানের মধ্য দিয়ে বরণ করা হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২।
সোমবার (১৪ এপ্রিল ) সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমী থেকে বাংলা নববর্ষের ‘আনন্দ শুভাযাত্রা বের হয়ে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসনের আয়োজনে ‘আনন্দ শুভাযাত্রায় অংশ নেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, পুলিশ সুপার এম,কে, এইচ জাহাঙ্গীর হোসেন, বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ।
পরে বাংলা নববর্ষ উপলক্ষে স্টল পরিদর্শন করেন অতিথিরা। স্কুল মাঠে নির্মিত মঞ্চে শিল্পকলা একাডেমী, জাসাস, মৌসাস এর শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করে।
পৃথক ভাবে বাংলা নববর্ষ ১৪৩২ মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূনের নেতৃতে বর্ণাঢ্য ‘আনন্দ শুভাযাত্রা’ বের হয়।
র্যালীতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া মৌলভীবাজার পৌরসভা পৃথক ভাবে মেয়র চত্তরে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।