ছাতকে ওয়ারেন্টভুক্ত ৫ আসামিসহ ৭জন গ্রেফতার

ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভূক্ত
৫ জন সহ ৭ আসামি গ্রেফতার 

সুদীপ দাশ,  স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ:

সুনামগঞ্জের ছাতকে পুলিশের পৃথক অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত ৫ জন ও জিআর মানলার আরো ২ আসামি সহ মোট ৭ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাত পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে।

ছাতক থানার সিআর ৪৮৭/২৪ (ছাতক) মামলার আসামি ইসলাম পুর ইউনিয়নের বনগাও গ্রামের দুদু মিয়ার ছেলে জামাল (৪০),বনগাও উত্তর পাড়া গ্রামের মৃত মফিজ আলীর সুরুজ আলী প্রকাশ গেদা (৬০),চান্দ আলী (৪৮), ধনিটিলা বনগাও পশ্চিম পাড়ার সৈয়দ মিয়ার ছেলে কামরান (২২), সুরুজ আলী গেদা মিয়ার ছেলে জুনেদ (১৯) কে গ্রেফতার করা হয়।

জি আর- ২৩২/২৪ (ছাতক) মামলার আসামি রতন পুর- নিজগাও গ্রামের নৃত ইয়াজ আলীর ছেলে আখদ্দছ আলী (৪২),আব্দুল জাহিরের ছেলে হাবিবুর রহমান (১৯)কে গ্রেফতার করেছে পুলিশ।

ছাতক থানার এসআই মো.সিকান্দার আলী, এসআই মো সাদেক, এসআই রেজাউল করিম ,এসআই রাহিম আহমদ, এসআই গোলাম সারোয়ার, পিএসআই বিন আমিন, এএসআই তোলা মিয়া, এএসআই মোহাম্মদ তোহা, এএসআই নাছির উদ্দীন, এএসআইসাইফুর রহমান, এএসআই আরিফুজ্জামান, এএস আই মাসুদ আহমদ, এএসআই সাহাব উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ সোমবার রাত পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছেন।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ জানান, গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 

জালালাবাদ বার্তা সংবাদ

শেয়ার করুন