ইত্তেফাকের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদকের মেয়ের লাশ উদ্ধার

1410707394নিউজ ডেস্ক::
দৈনিক ইত্তেফাক পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক আকতার-উল-আলমের মেয়ে ফাহমিদা আকতারের (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে রামপুরা মহানগর প্রজেক্টের পাঁচ নম্বর রোডের ১০৫ নম্বর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

ফাহমিদা আক্তাদের বাবার নাম মরহুম আক্তার-উল-আলম। তিনি দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। এছাড়াতিনি ব্রুনাইয়ের রাষ্ট্রদূতও ছিলেন।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, সকালে বাড়ির গৃহকর্মী রান্না করতে এসে বিছানার উপর হাত পা বাধা অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে জানান ওসি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

শেয়ার করুন