স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের জাহাঙ্গীর কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকা থেকে ময়নুল ইসলাম মুহিত (৩৮) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার ২৮ মে সন্ধ্যায় মৌলভীবাজার মডেল থানার এসআই (উপ-পরিদর্শক) মোঃ নুরুল ইসলাম ও এএসআই (সহকারি উপ-পরিদর্শক) আব্দুল মোতালেব এর নেতৃত্বে সংঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে শহরের জাহাঙ্গীর কমিউনিটি সেন্টার সংলগ্ন আহম্মদ ষ্টোরের সামনে অভিযান পরিচালনা করে মঈনুল ইসলাম মুহিত (৩৮) কে ২৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।মঈনুল ইসলাম মুহিত মৌলভীবাজার শহরের কাজীরগাঁও এলাকার সমশাদ আলীর ছেলে।মৌলভীবাজার মডেল থানার এসআই নুরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন
মুহিত দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে ।