রাজনগরে স্কুল ছাত্রীকে ৬ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগরে এক স্কুল ছাত্রীকে (১৬) অপহরণের ঘটনায় ছয় দিনে উদ্ধার করতে পারেনি পুলিশ।
এর আগে রাজনগর থানায় মামলা করলেও এখন পর্যন্ত অপহৃতাকে উদ্ধার ও সংশ্লিষ্ট কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে পুলিশ বলছে মেয়েটিকে উদ্ধারে চেষ্ঠা চলছে।
মামলার এজহার ও পুলিশ সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের একামধু গ্রামের দশম শ্রেণির এক ছাত্রী গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঔষধ আনতে টেংরা বাজারের তাদের বাসা থেকে বের হয়। এসময় একই ইউনিয়নের সালন গ্রামের উস্তার মিয়ার ছেলে মেহেদী হাসান রাজু (১৯) ও তার সহযোগীরা মেয়েটিকে টেংরা বাজার থেকে একটি গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। গত ৩০ এপ্রিল মেয়েটির বড় ভাই বাদী হয়ে ৫ জনের নাম উল্ল্যেখসহ ২/৩ জনকে অজ্ঞাত করে রাজনগর থানায় লিখিত অভিযোগ দেন।
মামলায় একই এলাকার উস্তার মিয়ার ছেলে মেহেদী হাসান রাজু (১৯), শিবলু মিয়া (২৯), উস্তার মিয়া (৫০), রুশমি বেগম (২২) ও সাবেক ইউপি সদস্য আজিজ মিয়াকে (৪০) আসামী করা হয়েছে।
মামলাটি (নং-৩, তারিখঃ ১/১/২০১৮) তদন্ত করছেন রাজনর থানার এসআই অজিত কুমার তালুকদার।
এদিকে অপহরণের ঘটনায় ৬ দিন পেরিয়ে গেলেও ওই ছাত্রীকে উদ্ধার বা সংশ্লিষ্ট কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে দুশ্চিন্তায় রয়েছে মেয়েটির পরিবার।
মামলার বাদী পিকুল আহমদ বলেন, মেহদি হাসান রাজু এর আগেও আমার বোনকে বিরক্ত করেছিল। তখন থানায় অভিযোগ দিলে আর বিরক্ত করবে না মর্মে সাবেক মেম্বার আজিজ মিয়াসহ ছেলের পরিবারের লোকজন মুছলেকা দিয়ে বিষয়টি মিমাংশা করেন। কিন্তু এখন আমার বোনকে অপহরণ করেছে। তার নিরাপত্তা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন রয়েছি।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, পুলিশ মেয়েটিকে উদ্ধার ও আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। মেয়েটি এখনো নাবালিকা। এ ঘটনায় নারী ও শিশু নর্যাতন দমন আইনে মামলা হয়েছে।

সা/৬মে২০১৮

 

শেয়ার করুন