দীর্ঘ ৪ বছর পর জুড়ীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

 

স্টাফ রিপোর্টার॥ জুড়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মুমীত আসুক ফুটবল টুর্নামেন্ট ২০১৩” এর ফাইনাল সম্পন্ন হয়েছে।
১৩ সালের অসমাপ্ত ফুটবল টুর্নামেন্ট ১৮ সালে এসে সমাপ্ত এবং দীর্ঘ সময় পার হওয়ায় ক্ষোভ ছিলো ফুটবলপ্রেমিক দর্শকশ্রোতাদের। আক্ষেপ ছিলো অসমাপ্ত খেলার ফাইনাল কি আর হবে না।
অবশেষে প্রায় ৪ বছর পর গত ৪ মে শুক্রবার জুড়ী টি এন খানম একাডেমি সরকারী কলেজ মাঠে অনুষ্টিত হয় এই খেলা। ফাইনাল খেলায় টাইব্রেকারে জয় লাভ করে সুজানগর ইউনিয়ন উন্নয়ন ফাউন্ডেশন ফুটবল একাদশ তাদের বিপক্ষ দল ছিলো ইয়ং ষ্টার স্পোটিং ক্লাব।
খেলা শেষে পুরুস্কার বিতরণী অনুষ্টানে উপজেলা চেয়ারম্যান গুলশান আরা মিলির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান গুলশান আরা মিলি জানান,আমার স্বামী মরহুম এম এ মুমীত আসুক সাহেব খেলা চলাকালীন সময়ে অসুস্থ হওয়া এবং মারা যাওয়ায় খেলা স্থগিত থাকে।

শেয়ার করুন