স্টাফ রিপোর্টার॥ পেশাজীবী ও বিশিষ্টজনদের সম্মানে ইফতারের আয়োজন করেন সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান। ২ জুন শনিবার দোসাই রিসোর্টে মৌলভীবাজারের বিশিষ্টজন ও পেশাজীবীদের সম্মানে এই ইফতারের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী এ্যাডভোকেট মুজিবুর রহমান,মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ মাহবুব, মৌলভীবাজার জেলা সাংবাদিক সমিতির সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সভাপতি বকসি ইকবাল আহমদ,সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, বিজনেস ফোরাম মৌলভীবাজারের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, সদস্য টিপু চৌধুরী, ব্যাংক অফিসার্স এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আবু তাহের, ব্যাংক অফিসার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুনেদ খান,ব্যবসায়ী ছালেহ আহমদ জুবের, মোঃ তারা মিয়া, মোঃ আমিন উদ্দিন বাবু, শরীফ আহমদ, দেওয়ান পরওয়াজ আহমদ চৌধুরী, মোঃ শেকুল আহমদ, আইনজীবী আনোয়ার আক্তার চৌধুরী শিউলী, মামুনুর রশিদ, হাফিজ আব্দুল আলীম, সালেহ আহমদ রিপন, ডা: সাদিক আহমদ, ডা: দিলশাদ পারভীন, ডা: আব্দুল্লাহ সাদি শাহীন, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, জেলা বিএনপি নেতা মৌলভী আব্দুল ওয়ালি সিদ্দিকী, এম এ মুকিত, বকসি মিছবা উর রহমান,ফখরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, চিকিৎসক, আইনজীবী, শিক্ষক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।