বিশ্ব শিশু শ্রম  প্রতিরোধ দিবস পালিত

স্টাফ রিপোর্টার॥  জেনারেশনের নিরাপত্তা ও সুস্বাস্থ্য এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব শিশুশ্রম  প্রতিরোধ দিবস-২০১৮ পালিত হয়েছে।

১২ জুন মঙ্গলবার  এ উপলক্ষে জেলা প্রশাসন মৌলভীবাজার এর আয়োজনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর মৌলভীবাজার এর সহযোগীতায়  সার্কিট হাউস মুন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান, গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অরুন কুমার বিশ্বাস, জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদরপ্তরের উপ-মহা পরিদর্শক ইউসুফ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মনিরুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বায়োজিদ খান, জেলা ভোক্তা অধিদপ্তর এর সহকারী পরিচালক মোঃ আল আমীন, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব।

এছাড়াও উপস্থিত ছিলেন এনসিটিএফ মৌলভীবাজার এর সদস্যবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন