টরন্টোবাসী শোকাহত

জালালাবাদবার্তা.কমঃ

টরেন্টোর রিজেন্ট পার্ক নিবাসী মিসেস রাজিয়া বেগম চৌধুরী আজ ওয়েস্টার্ণ হাসপাতালে ইন্তেকাল করেন।

ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন

মিসেস চৌধুরী ছিলেন মরহুম দেওয়ান ফরিদ গাজী (এম পি) সাহেবের ভাই মরহুম দেওয়ান বি এ গাজী সাহেবের স্ত্রী। তিনি টরন্টোতে বসবাসকারী জনাব দেওয়ান মনসুর গাজী, মুতাহের গাজী ও মেসকাত গাজীর মাতা।

মরহুমার নামাজে জানাজা আগামীকাল মদিনা মসজিদে বাদ যোহর অনুষ্ঠিত হইবে। জানাজার নামাজে সবাইকে শরিক হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

শেয়ার করুন