মৌলভীবাজারে ট্রাফিক পুলিশ সপ্তাহ শুরু

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি সচেতনতা বাড়াতে মৌলভীবাজারে শুরু হয়েছে ট্রাফিক পুলিশ সপ্তাহ।
এ উপলক্ষে ৫ আগষ্ট রবিবার  সকালে জেলা পুলিশের আয়োজনে, জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে সচেতনতামুলক এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়ে হয়। সচেতনতামুলক নানা স্লোগানের প্লেকার্ড সহকারে র‌্যালীটি প্রেসক্লাব প্রাঙ্গন হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়।র‌্যালীতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আজিজুর রহমান, জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামীলগের সভাপতি নেছার আহমদ সহ রোবার স্কাউট ও বিএনসিসির সদস্যরা।
পরে সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজনে রোবার স্কাউট ও বিএনসিসির সদস্যদের নিয়ে মটরযান বিধিমালার উপর সংক্ষিপ্ত প্রশিক্ষণ শুরু হয়। ৫ থেকে ১১ আগষ্ট পর্যন্ত ট্রাফিক পুলিশ সপ্তাহ চলবে।

 

এদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মোটরসাইকেলে অভিযানের মাধ্যমে ট্রাফিক সপ্তাহ শুরু হয়েছে। রবিবার সকালে বিজিবি,র‌্যাব ও খাদ্য  অফিসারসহ তিনজনকে মোটরসাইকেলের কাগজপত্র ও হেলমেট না থাকায় মামলা করেছে পুলিশ।

শেয়ার করুন