জালালাবাদবার্তা.কমঃ
মৌলভীবাজার জেলাধীন কুলাউড়া উপজেলার কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আলহাজ্ব মরহুম আব্দুস ছামাদ সাহেব এর বড় ছেলে সাবেক অবঃপ্রাপ্ত জেলা অডিট সুপারিন্টেন্ডেন্ট আলহাজ্ব মোঃ আব্দুর রউফ (অডিটার) সাহেব গত শুক্রবার ১৭ আগস্ট ২০১৮ বাংলাদেশ সময় দুপুর ১:৩৫ মিনিটের সময় উনার নিজ বাস ভবন শ্রীমঙ্গলে ইন্তেকাল করেছেন।
”ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন“
মরহুমের ১ম জানাযার নামাজ গত শুক্রবার বাদ এশা শ্রীমঙ্গলে এবং ২য় জানাজার নামাজ গত শনিবার বাদ আছর কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্টিত হয়।
মরহুমের জানাযার নামাজে কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র, শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যসহ শত-শত আত্মীয়স্বজন, এলাকাবাসী, ইউনিয়নের বর্তমান ও প্রাক্তন চেয়ারম্যান, মেম্বার ও সকল স্থরের মুসলমান ভাই-বন্ধু উপস্থিত ছিলেন।
ভিজিট করুনঃ www.jalalabadbarta.com