ছয়ফুল আলম সাইফুল, মৌলভীবাজার প্রতিনিধিঃ
বাংলাদেশের সর্ববৃহৎ ও সর্বোচ্চ সংখ্যক প্রেসিডেন্ট’স রোভার স্কাউট এ্যাওয়ার্ড অর্জনকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট গ্রুপের সেবা স্থরের নিম্নোক্ত ৪ জন রোভার।
রোভার স্কাউটস’র সর্বোচ্চ সম্মান প্রেসিডেন্ট’স রোভার স্কাউট এ্যাওয়ার্ড প্রাপ্তির লক্ষ্যে শ্রীমঙ্গল থেকে জাফলং পর্যন্ত ১৫০ কিলোমিটার পথ কোন প্রকার যানবাহন ছাড়াই পায়ে হেঁটে পরিভ্রমণের উদ্দেশ্যে গত ২৭ আগষ্ট শ্রীমঙ্গলের দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে যাত্রা শুরু করেন। পাঁচ দিনব্যাপী এই প্রোগ্রামে তারা সিলেটের শ্রীমঙ্গল, রাজনগর, ফেঞ্চুগঞ্জ, সিলেট সদর, জৈন্তাপুর হয়ে জাফলং এ পায়ে হেঁটে পরিভ্রমণ করে। এই সময় তারা সমাজ সচেতনতামূলক চারটি শ্লোগান বহন করেন- “ধুমপান ও মাদককে না বলুন, সুস্থভাবে বেঁচে থাকুন”, “ট্রাফিক আইন মানবো, দূর্ঘটনা কমাবো”, “আর নয় শিশুশ্রম, শিক্ষা শিশুর অধিকার”, “পানিই জীবন, এর প্রতিটি কণার সদব্যবহার করুন”।
পরিভ্রমণ পথে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস ইত্যাদি পরিদর্শন করেন এবং সামাজিক, রানৈতিক, শিক্ষক-শিক্ষার্থী, সংবাদকর্মীসহ বিভিন্ন স্থরের গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাতেও মিলিত হন।
পরিভ্রমণ শেষে তারা গোয়াইনঘাট উপজেলার দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল এর সাথে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে উক্ত পরিভ্রমণ সম্পন্ন করে।
পরিভ্রমণ দলের সদস্যরা হলেন রোভার মোঃ শেখ সাদ আল জাবের শুভ (দলনেতা), রোভার মোঃ আহসান হাবীব (সহকারী দলনেতা), রোভার মোঃ এনামুল হাসান কাওছার (সদস্য), রোভার মোঃ হাসান আলী (সদস্য)।
উল্লেখ্য, পরিভ্রমণ দলের সদস্যবৃন্দ শনিবার (০১ সেপ্টেম্বর) গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেনের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এসময় তারা ৫দিনের পরিভ্রমনে নানা অভিঞ্জতার কথা প্রকাশ করে বলেন, “আমাদের এ যাত্রার সূচনা থেকেই বিনোদন আর অভিজ্ঞতা অর্জনের মধ্যে অতিবাহিত হয়েছেে”। রোভার মোঃ এনামুল হাসান কাওছার মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের মানগাও গ্রামের শরীফপুর ইউপি সদস্য মোঃ ইসরাইল মিয়ার একমাত্র পুত্র।